রাণীশংকৈল প্রতিনিধি
সারাদেশের ন্যায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে ১৮৬৯ পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন্য অনুপস্থিত ছিল। আবাদতাকিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা পর্যায়ে ১৬১ ও কারিগরি পর্যায়ের ৩৫২ জন, রাণীশংকৈল ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে ৫৪১ জন, রাণীশংকৈল মহিলা স্নাতক কলেজে ৬৫৬ জন ও নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে ১৫৯ জন পরীক্ষার্থী ছিল। ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ ইয়াসিন আলী উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী বহিস্কার বা কোন অপ্রীতিকর কোন ঘটনা দেখা যায়নি।