লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে রাবেয়া খাতুন (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে ।
শনিবার দুপুরে আনুমানিক ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার জোতদৈবকী গ্রামে এই ঘটনা ঘটে। সে উপজেলার লালপুরের পদ্মা নদীর চর এলাকার বাদলের মেয়ে ও একই উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রাবেয়া জোতদৈবকী গ্রামে তার নানা মৃত তানছের আলীর বাড়ীতে বেড়াতে এসে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।