কুড়িগ্রাম প্রতিনিধি
গত ১২ই মার্চের মাদক বিরোধী অভিযান। ফুলবাড়ি থানার অভিযানে থানার শিমুলবাড়ি ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামের মাদকব্যবসায়ী নুর মোহাম্মদের স্ত্রী মালা বেগমকে ৫৮ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামী নুর মোহাম্মদ পলাতক রয়েছে।

অপরদিকে ডি‌বি কু‌ড়িগ্রা‌মের এক‌টি দল ফুলবাড়ী থানাধীন অনন্তপুর এলাকায় অ‌ভিযান ক‌রে ময়নুল হক(৩২) ও আইনুল হক(৩০) উভয় পিতা-ছ‌বিল উ‌দ্দিন, সাং-অনন্তপুর বড়াইতলা, ফুলবাড়ী কু‌ড়িগ্রামদ্বয়‌কে ৩৮ বোতল ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার ক‌রা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন