এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
“মুজিববর্ষে শপথ করি,প্লস্টিক দূষণ রোধ করি” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৫মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা,বণিক সমিতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ভোক্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বণিক সমিতির সদস্যগণ।