রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ট্রাক্টর দিয়ে বালু বহন করার অপরাধে জীবন মিয়া ( ২৪), চালক ও জাহিদুল ইসলাম (২৭) ট্রাক্টর মালিককে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৫ মার্চ) বেলা ২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গত দুই মাসে অবৈধ ট্রাক্টটরের আঘাতে ৬ জনের প্রাণহানির ঘটনায় স্থানীয় জনতা ট্রাক্টর ও নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবী করে আসছেন। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অবৈধ ট্রাক্টর চলাচল অনিদ্ষ্টিকালের জন্য বন্ধ ঘোষনা করেন। এই ঘোষনা অমান্য করে বালু ভর্তি ট্রাক্টর চালানোর অপরাধে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা দেওয়া হয় এবং ট্রাক্টর দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে।