ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুজাদ্দেদীয়া মুর্শিদাবাদী অলিয়ে কামেল মরহুম ইব্রাহীম পাগলের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহাপবিত্র ওরশ মোবারক অনুষ্টিত হয়েছে।

সোমবার স্থানীয় কাচারী মাঠে ওরশ কমিটির আয়েজেনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল, মাজারে চাদর পড়ানো, ফাতেহা পাঠ, দিন শেষে বাদ আছর আখেরি কুল ও আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ওরশের সমাপ্তি হয়।

কর্মসুচিতে অংশ গ্রহনের জন্য সকল ভক্তবৃন্দ আশেকানদের ধন্যবাদ জানিয়েছেন, ভারতীয় হলদীবাড়ী মাজার শরীফের মরহুম হজরত একরামুল হক (রহঃ) বংশের গদ্দীনশীন পীরজাদা নকশাবন্দী সৈয়দ আলহাজ্ব সামসুদ্দিন হক বাবু হুজুর, দিনাজপুরের চেরাগপুর গদ্দীনশীন খন্দকার শাহিনুর ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ওরশ কমিটির সভাপতি আলী হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক এমদাদুল হক সরকার, মাজার সেক্রেটারী মোঃ তৈয়ব আলী প্রমুখ। 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *