ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যা নিরোধ কল্পে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ ২০২১) বিকেলে ফুলবাড়ী থানার ৩ নং বিটের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের খামারটারী এলাকায় স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়।

এসময় ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান ও আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য আপেল মাহমুদ সরকার, সাবেক ইউপি সদস্য মজিবর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকে বক্তব্য পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন