মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ

কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর এক হাতের কব্জি বিচ্ছিন্ন সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ মার্চ) দুপুরে ছাত্রলীগের উদ্যোগে শহরের কলেজমোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান চাঁদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, মজিদা কলেজ শাখার সাবেক সভাপতি মিন্টু মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মজিদা কলেজের শিক্ষক ও সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুর উপর যে বর্বর হামলা চালানো হয়েছে তা অত্যন্ত ঘৃনীত। গুরুতর আহত মিন্টুকে প্রথমে রংপুরে এবং পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থার জোড় দাবি জানান তারা।

অপরদিকে একই দাবিতে শহরের মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের সামনে মানববন্ধন করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ, সহকারী অধ্যাপক রাম গোপাল সরকার, প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক সুরাইয়া আকতার, প্রভাষক মামুন সেলিম প্রমুখ। বক্তরা অতিদ্রত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবী করেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান মিন্টুকে গত (১৬মার্চ) মঙ্গলবার দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন সস্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন। এতে তার ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার অপর হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন