মোঃবুলবুল ইসলাম,কুুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চরসুভারকুটি পশ্চিম পাড়া বাহারুল উলূূম নূরানী হাফেজিয়া মাদ্রাসা উন্নয়ন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে উক্ত হাফেজিয়া মাদরাসা ময়দানে ৪র্থ বার্ষিকী ওয়াজ মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭মার্চ) বাদ আছর থেকে মধ্য রাত পযর্ন্ত চরসুভারকুটি গ্রামে অনুষ্ঠিত হয় এ ওয়াজ মাহফিল।
ওয়াজ মাহফিলে ওয়াজ পেশ করে, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ও মিডিয়া ব্যক্তিত্ব , বাংলাদেশ মাজলিছুল মোফাচ্ছিরিন দিনাজপুর দক্ষিণ জেলার সভাপতি ও মোহনা টিভির ধর্মীয় আলোচক মাওলানা রহমতুল্লা আজাদী সাহেব।
হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব উমর ফারুক এর সভাপতিত্বে মাহফিলে আরো বয়ান পেশ করেন- ত্রিমোহনী বাজার জামে মসজিদের খতিব হাফেজ হযরত মাওঃ মোঃ শফিকুল ইসলাম সাইফী।
এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগনসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।
মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এবং সবাইকে তবারক বিতারণ করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।