জি এম রাঙ্গা।।
১৮ মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক এ কে এম জিয়াউল আলম কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে চলমান অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি প্রশিক্ষণার্থীর সাথে তিনি মত বিনিময় করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এই বাহিনী আপনাদেরকে প্রশিক্ষণ প্রদান করছে। ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে আপনারা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের বেকারত্ব দূর করবেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আলম, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, ওবাইদুর রহমান, নুরুজ্জামান শাহিন। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৯০জন ভিডিপি সদস্যদের নিয়ে প্রশিক্ষণ গত ০৭ মার্চ শুরু হয়।
এরপর তিনি কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্মানাধীন প্রশিক্ষণার্থী ব্যারাক পরিদর্শন করেন।