ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘মাস্ক পড়ি সুস্থ্য থাকি, করোনা মুক্ত জীবন গড়ি।’ ‘বেড়েছে করোনা সংক্রমণ, আমরা হবো আরও সচেতন।’ – এমন বেশ কিছু প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা প্রতিরোধে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে থানা পুলিশ।
রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী বাজারের বণিক সমিতির কার্যালয়ের পাশে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সাধারণ মানুষের মাঝে এবং বিভিন্ন দোকানে গিয়ে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা।
এতে প্রধান অতিথি ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়। এসময় অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ সহ থানার অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি রাজীব কুমার রায় বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে সারাদেশেই পুলিশের এ কর্মসূচি চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।