আশানুর রহমান আশা ,
বেনাপোলঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি কোভিড-১৯ দ্বিতীয় ধাপে মোকাবেলায় শার্শা উপজেলায় মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) দিনভর শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, করোনা ভাইরাস দ্বিতীয় ধাপে আবারও দেশব্যাপী ছড়িয়ে পড়ায় ডিসি স্যারের নির্দেশনা অনুযায়ী সবাইকে সতর্ককরণের উদ্দেশ্যে শার্শা উপজেলায় মাস্ক বিতরন করা শুরু হয়েছে এবং বিতরণ চলমান থাকবে।
তিনি সকলকে ঘরের বাহিরে বের হলে নিজেদের সুরক্ষার্থে মাস্ক পরার পরামর্শ দেন।