নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন (পিপিএম-বার) এর সার্বিক দিকনির্দেশনায়, মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে, মুন্সীগঞ্জের আলোচিত হত্যাকান্ড, ইসলামপুরের ট্রিপল মার্ডার কেসের এজাহারনামীয় অন্যতম আসামি ১।আলভী মুনতাসিম @ অভি (২০) পিতা মোঃ আলী হোসেন সাং উত্তর ইসলামপুর হাজী বাড়ি থানা ও জেলা মুন্সিগঞ্জ কে মুন্সিগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে ঢাকার পুরানো পল্টন এলাকা থেকে আজ (২ এপ্রিল) শুক্রবার ভোররাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আসামি মামলা সংক্রান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে যাহা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হইতেছে। ইসলামপুর হত্যা মামলার ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের প্রত্যেককেই গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক মামুন জানান এই নিঃসংশ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং কোন আসামিকেই ছাড় দেওয়া হবে না।