রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নুরে তাসনিম করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারী নির্দেশনা বাস্তবায়ন করতে রাজারহাট থানা পুলিশের সহায়তায় উপজেলার বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেন।উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকের হাট,রাজমাল্লীর হাট,নাজিম খান ইউনিয়নের নাজিম খান বাজার ও রাজারহাট শহর বাজারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারী নির্দেশনা মানার আহবান জানান উপজেলাবাসীকে।তিনি বলেন বিশ্ব মহামারী করোনার প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে নিরাপদে বাসায় থাকুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।এছাড়া যারা মাস্ক ছাড়া চলাফেরা করেন তাদের মাঝে মাস্ক বিতারন করেন।