মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়নের লুছনি ও রাজবাড়ী গ্রামের স্থানীয়দের উদ্যোগে দুধকুমার নদী সংলগ্ন পাগলার কুড়ায় বেরীবাদ নির্মানের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উদ্দোক্তাদের মাঝে উপস্থিত ছিলেন, সায়মা ওয়াজেদ বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক নায়েব সরকার নবাব, স্থানীয় গোলজার হোসেন,অালমাছ উদ্দিন সরকার, সাইদুর রহমান, অাব্দুস জব্বার, নবিবুর রহমান, মনোয়ার মোল্লা, অাব্দুল মান্নান মোল্লা, মহর উদ্দিন, সুলতান হেসেন, বাহাদুর সরকার, ইউনুছ অালী, অাব্দুস ছামাদ, মোতালেব হোসেন, শুকুর অালী, অাব্দুল ওহাব, সোলায়মান অালী প্রমুখ। উদ্দোক্তারা বলেন সরকারী কোন সহযোগিতা ছাড়াই অামরা নিজেদের উদ্দোগে অামাদের গ্রামের হাজার হাজার মানুষ ও শত শত একর জমি রক্ষায় এ বাদ নির্মানের উদ্দোগ নিয়েছি। তবে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
এলাকাবাসী জানায় বর্ষার মৌসুমে দুধকুমার নদী থেকে উজান থেকে পানির ঢল এসে দুই গ্রামের মাঝ দিয়ে ভেঙ্গে নদী হয়ে যায়। অসংখ্য মানুষের জান মালের ক্ষতি হয়েছে।
অামরা অামাদের জমি ও জান মালের হেফাজত করার লক্ষে নিজেরাই এ বাদ নির্মানের উদ্দোগ নিয়েছি। অামরা সরকারের ও এমপি মহোদয়ের সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *