নিজস্ব প্রতিবেদকঃ।
গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ী ইউনিয়নের কচুয়ার খামারে জমিজমা সংক্রান্ত জেরে ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ ঘটিকার সময় দু-গ্রুপে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় এজহার সুত্রে জানা যায়, আজগর আলী (৫০) পিতা মৃত্যু করিম সাং কচুয়ার খামার গং দের সঙ্গে নিয়ে, ছাবদুল ও সবুজ মিয়ার পরিবারের উপর লাঠি সোটা ধারালো অস্ত্র ও রড লইয়া অর্তকিত ভাবে হামলা চালায়।
এতে গ্রুপের সংঘর্ষ বাঁধলে ছাবদুল (২৫) পিতা শাহাজাহান আলীর মাথা ফেঠে যায় এবং সবুজ (৩০) পিতা শাহাজাহান আলী, শরিতন (৫০) স্বামী শাহাজাহান আলী গুরুতর জখম হয়।
সংঘর্ষের বিষয়টি স্থানীয় এলাকাবাসী জানতে পেলে ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিষয়টি গাইবান্ধা সদর থানার অফিসর ইনচার্জ মাহফুজার রহমান সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।