, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত সামাজিক সংগঠন “মাটি-মানুষের সংগঠন” র পক্ষ হতে গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় -দুঃস্থ মানুষের মাঝে ৫ কেজি করে মোট ১২০ কেজি চাল বিতরণ করেন মাটি-মানুষের সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠেনর সিনিয়র সহ সভাপতি সাংবাদিক নিখিল বর্মন, সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আব্দুল হালিম, সাজেদুল ইসলাম তিব্বত সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

মাটি-মানুষের সংগঠনের সভাপতি মেজর (অবঃ) জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে জানান,মাটি-মানুষের সংগঠন মূলত একটি সামাজিক সংগঠন। আমরা যথাসাধ্য মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা চালাচ্ছি। আমাদের এ ধরণের সামাজিক কর্মকান্ড অব্যহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *