নিজস্ব প্রতিবেদকঃ।
গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায়, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া গ্রামের শাহিন মিয়ার সন্তান সম্ভাবনা স্ত্রী মিম ইসলাম (২৬) এর ব্যথা উঠলে এক পল্লী চিকিৎসকের পরামর্শে গাইবাবান্ধা সদর হাসপালে ভর্তি করান।
পরীক্ষা নিরীক্ষার করার পর কর্তব্যরত চিকিৎসক সিজার করার পরামর্শ দেয়।কর্তব্যরত চিকিৎসক এবি প্লাস ব্লাড জোগাড় করতে বলে, চিকিৎসক মিম ইসলাম কে অপরেশন থিয়েটারে নিয়ে যায়।
চিকিৎসকের পরামর্শক্রমে প্রসূতির পরিবার সন্ধানী ডোনার ক্লাব থেকে দু ব্যাগ রক্ত নিয়ে এসে চিকিৎককের হাতে তুলে দেন।
চিকিৎসক রক্তের গ্রুপ ও ক্রস মেচিং না করে প্রসূতির শরীররে পুস করে, পুস করার সঙ্গে সঙ্গে রোগী অসুস্থ হলে সে মারা যায়।
এ ব্যাপারটিকে ধামাচাপা দিতে কর্তব্যরত বিভিন্ন প্রকার টালবাহানা শুরু করে।
বিষয়টি মিমের পরিবারের লোকজন জানতে পারলে আত্মীয় -স্বজনরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
রোগির স্বজনদের অভিযোগ, তাদের পরিবারের অনেকেরই রক্তের গ্রুপ ও পজিটিভ। কিন্তু ডাক্তার এবি পজিটিভ রক্ত চাওয়ায় আমরা সেই গ্রুপের রক্ত সংগ্রহ করে দিয়েছি।
চিকিৎসক ভুল গ্রুপের রক্ত পুশ করার পর রোগীর অবস্থার অবনতি হয়। পরে তিনি মারা যান।