মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার করলডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে সাপাহার সদর ইউনিয়ন পরিষদে খাদ্যমন্ত্রীর পক্ষ হতে ১২ হাজার ৫ শত মাস্ক প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে মাস্ক গ্রহণ করেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, আদিবাসী নেতা ভুট্টো পাহান সহ দলীয় নেতা কর্মী বৃন্দ।

মাস্ক প্রদানের সাথে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক পৌঁছে দেওয়ার জন্য এবং করোনা কালীন সময়ে মাস্ক পরতে যাতে সকলকে উদ্বুদ্ধ করা হয় এমনটাই নির্দেশনা দেন মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *