ফারহানা আক্তার. ,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে পাঁচবিবি থানা অদ্য ২২-০৪-২০২১ খ্রিঃ বৃহস্পতিবার পাঁচবিবি থানায় ১৪৫০ (এক হাজার চারশত পঞ্চাশ)পিচ এ্যাম্পূল এবং (সত্তর) বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করে । আমাদের দেশে মাদক হিসেবে ব্যাপকভাবে ব্যবহূত হয়ে আসছে। কাশির সিরাপ বলে উল্লিখিত আছে। এই সিরাপের একটি গুরুত্বপূর্ণ উপাদান আফিম থেকে উদ্ভূত কোডিন, এই কারণেই ফেনসিডিল সিরাপ সেবন করলে মাদকতা আসে। তাই ফেনসিডিল সিরাপ মাদক হিসেবে পরিচিত।
জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা(পিপিএম) মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ পাঁচবিবি থানা এর নেতৃত্বে এসআই মোঃ গোলাম মোস্তফা এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপান সংবাদের ভিত্তিতে বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রাম হইতে উক্ত মাদকদ্রব্য উদ্ধার পূর্বক মোঃ রিপন মিয়া(৩০), পিতা- মোঃ গোলাম মোস্তফা এবং মোঃ রব্বুল মন্ডল হব্বুল মন্ডল (২৭), পিতা- মৃত বাবর মন্ডল, উভয় সাং-উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।