নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আদালতের রায় অমান্য করে বীর মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি সহ তার জমি দখলের চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। বিষয়টি নিয়ে ১২/০৪/২১ ইং তারিখে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ঐ বীর মুক্তিযোদ্ধা।
অভিযোগ নং আর-২৯৮/২১। ঘটনাটি ঘটেছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে। অভিযোগ সূত্রে জানা গেছে – বাদী
বামনডাঙ্গা ইউনিয়নের লুছনী গ্রামের মৃত ময়েন উল্যার পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান নিন্মলিখিত তফসিল অনুযায়ী- “জেলাঃ কুড়িগ্রাম,উপজেলাঃ নাগেশ্বরী,মৌজাঃ লুছনী, জে.এল নং- ৩৭, সি.এস খতিয়ান নং- ২১৭,এস.এ খতিয়ান নং- ৬৬৮,সি.এস দাগ নং-৪১৬৮,এস.এ দাগ নং-৩০২৪,৩০২৫,৩০১৭ দাগসমুহে মোট ০.৭৩ শতাংশ জমি” ক্রয় ও খাজনা খারিজ সূত্র দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল।
চলমান অবস্থায় বিবাদী একই ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামের মৃত কেফায়েতুল্যার পুত্র আতাউর রহমান,মোঃ কবির উদ্দিনের পুত্র আবদুল কাদের,লুছনী গ্রামের মৃত শহর উদ্দিনের দুই পুত্র মোঃ হাবিবুর রহমান ও মোজাফফর হোসেন,মৃত অহর উদ্দিনের দুই পুত্র মকবুল হোসেন ও ইব্রাহিম আলী,মকবুল হোসেন এর পুত্র মোঃ আনিছুর রহমান,মোছাঃ আকলিমা বিবি স্বামী- মোঃ মকবুল হোসেন, মোছাঃ ঝরনা বিবি স্বামী – ইব্রাহিম আলী, এবং বেরুবাড়ি ইউনিয়নের মওয়ামারী গ্রামের মৃত ওহাব আলীর পুত্র মোঃ মশিয়ার রহমান এরা অবৈধ ভাবে উপরোক্ত তফসিলকৃত সম্পত্তির মালিকানা দাবী করলে বিষয়টি সমাধানের লক্ষ্যে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সিনিয়র সহকারী জজ আদালত নাগেশ্বরী,কুড়িগ্রাম ১৮৫/১৭ এবং যুগ্ম জেলা জজ আদালতে মিস আপিল ৩১/১৮ নং মোকদ্দমা আনয়ন করে। বিজ্ঞ আদালত মামলা দুটি আমলে নিয়ে উক্ত জমিতে বিবাদীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে বাদী বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান আদালতের রায়ের প্রতি সম্মান ও মালিকানা সূত্রে স্বদখলীয় উক্ত জমিসমূহে হালচাষ,শষ্যরোপন ও পরিচর্যা করতে গেলে বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা নোটিশ প্রাপ্তির পরেও তা অমান্য করে জোরপূর্বক বিবাদীরা লাঠিসোটা নিয়ে গত ১১/০৪/২০২১ ইং তারিখে উক্ত জমিতে স্বদলবলে অনুপ্রবেশ করে এবং বাদী বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে উক্ত জমি থেকে উচ্ছেদের লক্ষ্যে ভবিষ্যতে আর কোনোদিন জমিতে না আসতে বিভিন্ন প্রকার ভীতি প্রদর্শন সহ প্রাণনাশের হুমকি প্রদান করে বলে বাদীসূত্রে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান,এ বিষয়ে কোর্টে মামলা চলছে,আদালতের নির্দেশনা মোতাবেক বিবাদীদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহন করা হবে।