ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপির মোলান এলাকায় মাদ্রাসা শিক্ষিকাসহ চার জনকে কুপিয়ে গুরত্বর জখমের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনার পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করানো হয়। শনিবার, উপজেলার মোলান গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী মিনাজ্জল হোসেন বাদি হয়ে থনায় একটি লিখিত অভিযোগ করেন।

জখমিরা হলেন, দেওগাঁগ্রাম রহমানিয়া ফাজিল মাদ্রাসার এবতেদ্বায়ী প্রধান শিক্ষিকা মার্জিয়া খাতুন, রাজশাহী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ইসরাত জাহান সুমাইয়া, ঢাকা ডেফডিল ইউনিভার্সিটির ছাত্র ইসতিয়াক হাসান তামিম ও সেকেন্দার আলী।

থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোলান গ্রামের মিনাজ্জল হোসেনের সঙ্গে প্রতিবেশী বকুল হোসেনের দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার দুপুরে প্রতিবেশী বকুলের নেতৃত্বে বাবুল হোসেন (৪৪), রায়হান হোসেন ও আলম হোসেনসহ আরো ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে মিনাজ্জলের পরিবারের উপরে হামলা চায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে ঘটনাস্থলে মাদ্রাসা শিক্ষিকাসহ চার জন গুরত্বর আহত হয়। ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবার আবারও হামলার আশংকায় নিরাপত্তাহীণতায় ভুগছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।
এবিষয়ে বিবাদী বকুল হোসেন বলেন, আমাদের নামে যে অভিযোগ করেছে তা সঠিক নয়। তবে আমাদের জায়গা উদ্ধার করতে করতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *