ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়স্থল হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার গ্রামে অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাই হচ্ছে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার অধীর আগ্রহে ভূমিহীন ও গৃহহীন পরিবার সময় পার করছেন কখন তাদের স্বপ্নের গৃহে উঠবে।
২৪/এপ্রিল শনিবার ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে কাঁটাহার গ্রামের ঘরগুলো
পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
জনাব শরীফুল ইসলাম।
এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, মাত্রাই ইউ.পি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবীব তালুকদার লজিক প্রমুখ উপস্থিত ছিলেন।