ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ দরিদ্র ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কারের লক্ষে ঠাকুরগাঁওয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় জেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জনসংগঠনের সমন্বয়ক কুশদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান ,প্রেসক্লাবে সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।
বক্তারা বলেন, দরিদ্র ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভুমিকা রাখবে । এছাড়ও ভূমি অধিকার ও কৃষি ভুমি সংস্কার নিশ্চিত করতে হবে।