ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নতুন কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও রেজাউল ইসলাম রুবেল এবং তার সমর্থকরা ।

শনিবার (১ মে ২০২১) দুপুর ১২টায় ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু বকর হোসেন, ফুলবাড়ী সদর ইউনিয়ন সভাপতি মোস্তাফিজার রহমান মুকুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের সচিব বিষ্ণু চন্দ্র সেন এবং ছাত্রদল, যুবদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম অভিযোগ করেন যে গত ২৮ এপ্রিল কুড়িগ্রাম জেলা যুব দল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ফুলবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে অজ্ঞাত, দায়িত্ব জ্ঞানহীন জনৈক আব্দুল খালেককে সভাপতি এবং মাদক ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতার সন্তান অপূর্ব লাল সেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিনি অভিযোগ করে বলেন, নতুন কমিটিতে তৃণমূলের মতামতকে অগ্ৰাহ্য করে, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়াও অভিযোগে আর ও বলা হয় রাজনীতিতে নিষ্কীয়, চাটুকার, ঢাকার চাকুরীজীবি এবং ফেসবুক স্ট্যাটাস সর্বস্ব তেলবাজদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। সম্মেলন স্থলে যুগ্ম আহ্বায়ক দ্বয় নতুন কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। তারা বলেন, অবিলম্বে এ কমিটি বাতিল করে সর্বজনীন গ্ৰহনযোগ্য করা না হলে ঈদের পর দূর্বার আন্দোলন গড়ে তুলে কমিটি বাতিলে বাধ্য করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন