ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতম রায় (২৮) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
খুলনা থেকে নিহত পিতম রায়ের কর্মস্থল বরিশালে যাওয়ার পথে বুধবার (৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা -বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় ৷
রাজাপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পিতম রায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা সদরের মৃত. গুরুপদো রায় এর ছেলে৷ নিহত পিতম রায় বরিশালে টিউশনি করাতেন৷
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, একটি ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রলি জব্দ করা হয়েছে এবং ট্রলিচালক পলাতক রয়েছে । নিহতের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।