আতাউর রহমান বিপ্লব,কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামে বর্তমান সরকার ৪ লাখ ২৮ হাজার ৫২৫ টি উপকার ভোগী পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ হিসেবে ৪৫০ টাকা করে ক্যাশ বিতরণ কার্য্যক্রম করেছেন। জেলার ৭৩ টি ইউনিয়ন পরিষদ ও ৩ টি পৌরসভার মাধ্যমে এ ক্যাশ বিতরণ কার্য্যক্রম চলমান রয়েছে।
আজ শুক্রবার জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম সকাল থেকে নাগেশ্বরী উপজেলার রামখানা, সন্তোষপুর,বামনডাংগা ও বেরুবাড়ি ইউনিয়নে ভিজিএফ’র ক্যাশ বিতরণ কার্য্যক্রম সরজমিন পরিদর্শন করেন। এ-সময় তার সাথে ছিলেন, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।
ভিজিএফ ছাড়াও প্রতিটি ইউনিয়নে খয়রাতি টাকা(জি আর) হিসেবে প্রথমে ২,৫০,০০০ + পরবর্তীতে ২৫,০০০ হাজার মোট ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পবিত্র ঈদ উপলক্ষে প্রত্যেকটি হত দরিদ্র পরিবার যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে পারেন সে জন্যই সরকার ভিজিএফ ও খয়রাতি টাকা দ্রুত বিতরণের উদ্যোগ নিয়েছে।