মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রে তাদের প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. আব্দুল গফুর (আনারস)। পতনউষার ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. বদরুজ্জামান জহির (চশমা)। মুন্সীবাজার ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মাজেদা কোরেশী (আনারস)। আদমপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাজির বখশ (ঘোড়া)।
এদিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মো. মুজিবুর রহমান মুজুলকে (আনারস) বহিষ্কার করা হয়েছে।
এছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সমর্থন কিংবা মাঠে কাজ না করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান কিংবা নির্বাচনের মাঠে কাজ করলে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।