মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে পুলিশের সাঁড়াশি অভিযানে টাপেন্টা ট্যাবলেট সহ খোরশেদ আলম (৩২) নামে এক ফার্মেসীর মালিককে আটক করা হয়েছে। আটক খোরশেদ আলম উপজেলার বাহাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে বলে জানা গেছে।
রবিবার দুপুরে সদরের তোহা ফার্মেসী নামক একটি ঔষধের দোকানে মাতকের বিকল্প হিসেবে টাপেন্টা ট্যাবলেট বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের নির্দেশনায় পুলিশ উপ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। এসময় ওই ফার্মেসী হতে ৪৭ পিস টাপেন্টা উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে ওই ফার্মেসীর মালিক খোরশেদ আলমকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবারে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।