রাণীশংকৈল (ঠাকুরগাও) থেকে বিজয় রায় ঃ
বাংলা বাক্যকে সহজে ইংরেজি করার কৌশল “এ্যান এক্সক্লুসিভ গ্রামার বুক”, “ঞবহংব দিয়ে ইংলিশের পোস্টমর্টাম” বইগুলো বেশ সাড়া পেয়েছে। তরুন লেখক মোঃ মনিরুল ইসলাম রয়েল ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামের এক কৃষক পরিবারের ছেলে। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে তিনি যথেষ্ট সুনামের সহিত উত্তীর্ণ হন। ঠাকুরগাও জেলার মধ্যে তিনি প্রথম মেধাতালিকায় স্থান পান। বর্তমানে তিনি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ে অধ্যয়নরত। পাশাপাশি ইন্টারন্যাশনাল অনলাইন এডুকেশন ইনস্টিটিউট, ঢাকায় শিক্ষকতা করছেন। কৃষক পরিবারের সন্তান রয়েল শিক্ষা জীবনের প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে সাফল্যের শিখরে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। সহযোগিতাও পেয়েছেন লেখার প্রথম প্রকাশনী “রয়েল’স ডিজিটাল গ্রামার”, দ্বিতীয় প্রকাশনীর “রয়েল’স ম্যাজিক মেথড” ও তৃতীয় প্রকাশনী “ঞবহংব দিয়ে ইংলিশের পোস্টমর্টাম”। এই বই তিনটির প্রকাশের দায়িত্ব গ্রহণ করেন ঢাকার প্রথম শ্রেণীর প্রকাশনী প্রতিষ্ঠান দীপ্ত প্রকাশনী। এই দীপ্ত প্রকাশনীর প্রকাশক মোঃ রিয়াজুল ইসলাম ভোরের ডাককে জানান ‘আমার প্রকাশনায় ইতোমধ্যে তরুন লেখক রয়েলের তিনটি বই প্রকাশ পেয়েছে এবং বেশ আলোড়ন সৃষ্টি ও পাঠক পাঠিকাদের মন জয় করেছে। তরুন লেখক রয়েল ২০১৫ ও ২০১৬ সালে শ্রেষ্ঠ লেখকের মর্যাদা লাভ করেন এবং দীপ্ত প্রকাশনী কর্তৃক রয়েলকে শ্রেষ্ঠ লেখকের সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়।’ দীপ্ত প্রকাশনীর পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম আরো জানান- প্রকাশনার অপেক্ষায় থাকা বইগুলো নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। আশা করি খুব শীঘ্রই বইগুলো প্রকাশ পেয়ে পাঠকের মন জয় করবে।