মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরের গ্রামীণ শহর রাণীরবন্দর। নিত্যদিনে দোকান-পাটের মাইকিং এ অতিষ্ট পথচারী, স্কুলগামী ছাত্রছাত্রী, চালকসহ সকল পেশার মানুষ। ফলে মাইকের শহরে পরিণত হয়েছে গ্রামীন শহর রাণীরবন্দর।
নিত্যদিন সকাল থেকে সন্ধ্য পর্যন্ত এ ছোট শহরে কম পক্ষে ৮ থেকে ১০টি রিক্সা বা অটোতে ২টি করে মাইক হর্ণ বেঁধে উচ্চ শব্দে মাইকিং অব্যাহত থাকছে। উচ্চ শব্দে মাইকিং করার ফলে পথচারী, স্কুলগামী ছাত্রছাত্রী, যান চালকসহ সকল পেশার মানুষের নানা ধরণের সমস্যা সৃষ্টি হচ্ছে। আনেক এলাকাবাসী অভিযোগ করে বলেন, রানীরবন্দর ব্যবসায়ীদের ছোট হোক বড় হোক তাদের খাজনার চেয়ে বাজনা বেশী। তাদের ব্যবসা বাণিজ্য যেমনি হোক তারা মাইকিং এ তোলপাড় করতে পারে ভালো। অপরদিকে কিন্ডার গার্টেন স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের পড়াশুনার ব্যাঘাত হচ্ছে এবং ছোট-খাট দূর্ঘটনা অব্যাহত রয়েছে। এলাকার সুশীল সমাজ উচ্চ শব্দে মাইকিং বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।