রাজারহাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটের কলেজ পড়ুয়া ছাত্রীকে নিয়ে মাইক্রো চালক উধাও। অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২৩ মে) রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরপান্থাপারা গ্রামের মৃত আজগার আলীর কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে চাকিরপশা ইউপির মৃত যাদু মিয়ার পুত্র, চাকিরপাশা ইউনিয়েনর চেয়ারম্যান আবুল কালামের জামাতা মাইক্রো চালক রেজাউল হক রেজা সহ চার পাঁচজন রাত আনুমানিক ১০ ঘটিকায় বাড়ি থেকে জোর পূর্বক মটরসাইকেলে তুলে নিয়ে যায়।

সোমবার (২৪ মে) মৃত আজগার আলীর স্ত্রী হাছনা বেওয়া বাদী হয়ে রেজা সহ অজ্ঞাতনামা ৪ সহ ৫ জনকে আসামী করে রাজারহাট থানায় মামলা দারের করেন।

এ বিষয়ে হাছনা বেওয়া বলেন, আমার মেয়েকে দীর্ঘ দিন যাবত আসামি রেজাউল হক রেজা নানা ভাবে হয়রানি করে আসছে। ঘটনার দিন আমার মেয়েকে রেজা কৌশলে ডাক দিলে আমার মেয়ে সরল বিশ্বাসে তার কাছে গেলে জোরপূর্বক টানাহেঁচড়া করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। আমি আমার মেয়েকে ফেরত চাই আর আসামিদের শাস্তি চাই।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইন-চার্জ রাজু সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *