নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল রুহাই এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে উজির আলী প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করে গুরুদাসপুর থানা পুলিশ। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত লাজেম প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ওই বৃদ্ধ নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে এলাকাবাসী রুহাই এলাকায় ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাত ১১টার দিকে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সময় তিনি কোন কাজে বাইরে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানতে সহজ হবে।