কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ৩২ বছর পূর্বের ওয়ারেন্টভূক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।

জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসানের নির্দেশনায় চিলমারী উপজেলার পুটিমারী কাজল ডাঙ্গা (মন্ডলপাড়া) এলাকার মৃত-আব্দুল মান্নান মন্ডলের পুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামী খোরশেদ আলী মন্ডল(৬৫)কে টাঙ্গাইল জেলার মধুপুর থানা হইতে ০৭ কিমি দূরে অরন খোলা পুলিশ ফাড়ি এলাকা হইতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯/০৫/২০২১ ইং তারিখে চিলমারী থানা হইতে টাঙ্গাইল এর উদেশ্যে রওনা করে টাঙ্গাইল মধুপুর থানায় পৌছানো হয়।পরে মধুপুর থানা হইতে ০৭ কিমি দূরে অরন খোলা পুলিশ ফাড়ি এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামী খোরশেদ আলী মন্ডল(৬৫) বিরুদ্ধে সিআর-৫৮/৮৭ (চিলমারী) ধারাঃ ৪০৬ পেনাল কোড এর বিচার বিচার শেষে গত ২০/১০/১৯৮৯ সালে মোঃ নুরুল ইসলাম, বিজ্ঞ বিচারক (১ম শ্রেনী) তাহাকে ০৬ মাসে সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। প্রথমে তিনি চিলমারী থানা হইতে গাজীপুর জেলার ভোটমারী এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। তিনি গাজীপুর বাইমাইল এলাকায় একটা রিক্সা গ্যারেজ দিয়ে সেখানে বসবাস করছিলেন। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী সন্তান সহ গা ঢাকা দিয়ে ছিলেন। তিনি পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাধ ইউপি এলাকায় জলছত্র বাজারে চায়ের দোকান করছিলেন।চিলমারী থানা পুলিশ গত ৩০/০৫/২০২১ ইং তারিখে আসামীকে গ্রেফতার করে সোমবার সকালে তাকে চিলমারী থানায় নিয়ে আসে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পলাতক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আসামী টাঙ্গাইল জেলার মধুপুর এলাকায় ছদ্মনাম ব্যবহার করে বসবাস করে আসছিল। আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন