মো জহুরুল ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে জীবিত ৭ টি গাঁজার গাছ উদ্ধার ও ১ জন গাঁজা চাষী কে আটক করেছে নীলফামারীর সদর থানা পুলিশ।
সোমবার বিকেলে নীলফামারীর সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলের খাতাল পাড়া গ্রামের কামরুজ্জামান পেয়ারুলের (৪১) বাড়ি থেকে এই ৭ টি জীবিত গাঁজার গাছ উদ্ধার করে নীলফামারী থানা পুলিশের একটি বিশেষ টিম ।
এবিষয়ে গাঁজার গাছ উদ্ধারের নেতৃত্ব দানকারী নীলফামারী থানার পরিদর্শক ( তদন্ত) জনাব মাহমুদ উন নবীর সাথে কথা হলে তিনি বলেন আজ সকালে গোপন একটি সংবাদের ভিত্তিতে চওড়া বড়গাছা ইউনিয়নের খাতাল পাড়া গ্রামের কামরুজ্জামান পেয়ারুল এর বাড়িতে অভিযান পরিচালনা করে তার বাড়ির পাশে পুকুর পাড়ের সেচ পাম্পের ঘরের পাশ থেকে এই ৭ টি জীবিত গাঁজার গাছ উদ্ধার করি এবং গাঁজা গাছ চাষের অপরাধে পেয়ারুলকে আটক করি।
আর উদ্ধার করা ৭ টি গাঁজা গাছের ওজন ১০ কেজি যার বাজার মুল্য ৫০ হাজার টাকা।
পরিদর্শক মাহমুদ উন নবী আরো বলেন যে পেয়ারুলেন সাথে গাঁজা চাষের সাথে কাদের হাত রয়েছে তা আমরা জানার জন্য চেষ্টা করছি ।