মো জহুরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে ।
আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে জলঢাকা উপজেলা সড়কের মন্তের ডাংগা নামক স্হানে ট্রাকের ধাক্কায় আল – আমিন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়।
নিহত আল- আমিনের বাড়ি জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্হানীয় লোকজনের সাথে কথা হলে তারা জানান আল আমিন মোটরসাইকেল যোগে জলঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিপর্যস্ত দিক দিয়ে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় পরে একটি এ্যাম্বুলেন্স এ করে জলঢাকায়৷
নিয়ে যাওয়ার সময়ে তিনি মারা যায় ।
এদিকে অপর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন আজ সন্ধ্যা ৬ টার দিকে নীলফামারী জলঢাকা সড়কের আহাদালি চৌপতি মোড়ে জাহান অটোরাইস মিলের একটি ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হয় পরে স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলার হাসপাতালে নিয়ে আসে।
এবিষয়ে জলঢাকা থানা ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন দুটি ট্রাককে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে তবে কোন চালক কে আটক করা যায়নি ।