কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ভুয়া ডিবি সেজে চাঁদাবাজির অভিযোগে খোরশেদ আলম(৩২) নামে এক যুবককে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আটককৃত খোরশেদ নাগেশ্বরী উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।পুলিশ সুত্রে জানাগেছে গত ২ জুন সকাল সাড়ে দশটায় ভোগডাঙ্গা রাজার হাট বাজারে জনৈক সিরাজুল ইসলাম এর দোকানে উপস্থিত হয় নিজেকে ডিবির পরিচয় দিয়ে , পিছনে ম্যাজিস্ট্রেট আসছে এবং বলে তোমার দোকানের পণ্যের মান খারাপ তোমার জরিমানা ৫০ হাজার টাকা।
এক পর্যায়ে কমিয়ে পাঁচ হাজার টাকা। সিরাজুল ইসলাম পা ধরে মাফ নিয়ে ১০০০/ টাকা দেয়। টাকা নিয়ে উক্ত ভুয়া ডিবি খোরশেদ বাজারের চৌমাথায় অটোতে ওঠার সময় আশপাশের লোকজন ও নাসির উদ্দিন সন্দেহ বশত তাকে আটক করে পরিচয় পত্র দেখতে চায়। আরও প্রকাশ ঐ প্রতারক নাসিরুদ্দিনের কাছেও বিভিন্ন প্রসাশনের পরিচয় দিয়ে ৫শত টাকা নিয়ে প্রতারণা করে ।
প্রশাসনের লোকজন অটোতে যাচ্ছে, এরপরে পরিচয় পত্র নাই জানার পর উপস্থিত লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে আটক খোরশেদ আলমকে আটক করে থানায় নিয়ে যায়।কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।