ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চতুর্থ শ্রেণীর ১ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
জানাগেছে গত ৩ জুন বৃহস্পতিবার উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের আন্ধরীঝাড় কিন্ডার গার্টেন এর মেধাবী ছাত্রী (ধাউরারকুটি গ্রাম) খাতা-কলম কেনার জন্য কাজী মার্কেটের সামনে শুভ্র কম্পিউটার এন্ড ভ্যারাইটিজ ষ্টোরে গেলে ঐ দোকানের মালিক আন্ধারীঝাড় উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষিকা মরজিনা বেগম পাখির স্বামী মৌলভী মোঃ কেরামত আলী (৪০) দুই কন্যা সন্তানের জনক কসমেটিকস্ সামগ্রী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানা গেছে।পরে বিষয়টি জানাজানি হলে প্রকটি প্রভাবশালী মহল ঘটনাটি মিমাংসার চেষ্ঠা চালায়। কিন্তু শনিবার (৫ জুন) ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে সকাল ৯ টায় কেরামত আলীকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, আমরা অভিযুক্ত কেরামত আলীকে আটক করেছি। ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম হাসপাতালে মেয়েটিকে প্রেরণ করা হয়েছে,মামলা দায়েরের প্রস্তুতি চলছে।