ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোকলেমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে নিহতর পরিবার ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধা-পাঁচবিবি পৌর শহরের মালঞ্চা এলাকার রফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
নিহতর পরিবার সূত্রে জানা যায়, গত (১ জুন) বগুড়ার টিএমএসএস হাসপাতালে ওই বৃদ্ধার করোনা পরীক্ষার নমুনা দেওয়া হয়। একদিন পর (২ জুন) তাঁর করোনা পজেটিভ সনাক্ত হয়। দীর্ঘ পাঁচ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে বিকেল পাঁচবিবিতে তারঁ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. বরমান হোসেন বলেন, তাঁর করোনা সনাক্ত হওয়ার পর থেকে বাড়ি লকডাউন দেওয়া হয়েছে।