দেলোয়ার হোসেন লাইফ, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে সিন্ডকেট ও চাঁদামুক্ত নিরাপদ আমের হাট নিশ্চিত করবে পুলিশ । আমের নিরাপদ উৎপাদন, আহরণ ও সুষ্ঠু বাজারজাতকরণে পুলিশ সর্বাত্মকভাবে পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। রবিবার সকালে জেলার সবচাইতে বড় আমের হাট বড়াইগ্রামের আহমেদপুরে আম চাষী ও ব্যবসায়ীদের সাথে এক বিশেষ মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন।
বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, জোয়াড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আম চাষি আবু হেনা মোস্তফা কামাল, আহমদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, আহমেদপুর আম ব্যবসায়ী ও বাসস্ট্যান্ড সমিতির সভাপতি এসএম কামরুজ্জামান রউফ, পুলিশ পরিদর্শক আব্দুর রহিম, উপ-পরিদর্শক সামসুল ইসলাম, আনোয়ার হোসেন, সানোয়ার হোসেন, রবিউল ইসলাম সহ বিভিন্ন এলাকার আম চাষি, আড়ৎদার ও ব্যবসায়ীবৃন্দ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা তার বক্তব্য কালে নিজের মোবাইল নম্বর প্রদান করে আম চাষী, ব্যবসায়ী ও আড়ৎদারদের প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান। তিনি আম হাটের সকল ক্রেতা-বিক্রেতাকে করোনাকালীণ স্বাস্থ্য বিধি মেনে আম কেনা-বেচা করার পরামর্শ দেন।