ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ ০৭/জুন
পথচারী সেজে বস্তার ভিতরে রেখে ফেন্সিডিল পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের আফতাব উদ্দীনের ছেলে হারনুর রশিদ (৪৯) ও উত্তর গোপালপুল গ্রামের মজিবর রহমানের ছেলে হায়দার আলী (৩২)।
সোমবার বিকালে উপজেলার আটাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা বস্তার ভিতর থেকে ৫৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, পথচারী সেজে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ আটাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।