মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ-
বগুড়ায় মে মাসের কার্যসম্পাদনের ভিত্তিতে চার ক্যাটাগরিতে এবার ২১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গত সোমবার ০৭ জুন সকাল ১০:৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) তাদের পুরষ্কৃত করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন।
‘চৌকস কার্য সম্পাদন’, ‘গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী’ ‘সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী’ এবং ‘বিশেষ পুরস্কার’- এই চার ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের প্রধান এবং সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ওই চার ক্যাটাগরিতে কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর এবং সার্কেল অফিসারদেরদের পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়।
চৌকস কার্য সম্পাদন ক্যাটাগরিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই খোকন চন্দ্র দাস, সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম, সদর থানার এসআই তনয় কুমার মন্ডল, সদর কোর্টের এএসআই মনোয়ার হোসেন, সদর থানার এএসআই মাসুদ রানা, জেলা বিশেষ শাখার কনস্টেবল রাকিবুল ইসলাম, খাইরুল ইসলাম এবং পুলিশ লাইন্সের আব্দুল মজিদ।
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী হিসেবে সদর ট্রাফিকের সার্জেন্ট সত্যবান সরকার পুরস্কৃত হয়েছেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার মজিবর রহমান, শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন এবং এএসআই শামীম হোসেন।
বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এবং বগুড়া পুলিশ অফিসের অফিস সহকারী আব্দুল মান্নান। এছাড়াও অর্থ পুরুস্কার পেয়েছেন ৬ জন। তারা হলেন- ৪জন এস আই এর মধ্যে যথাক্রমে- সদর থানার মীর রায়হান সিদ্দিকী, সোনাতলা থানার আব্দুর রহিম, সারিয়াকান্দি থানার নজরুল ইসলাম ও মাহমুদুর রহমান। এএসআই দের মধ্যে যথাক্রমে- কাহালু থানার ইলিয়াস রহমান এবং সদর থানার মাসুদ রানা। পুরস্কার বিতরণ শেষে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান করার ব্যবস্থা করেন।