অবশেষে সেই অগ্নিকাণ্ডের করণ জানালেন ফায়ার সার্ভিস !কুড়িগ্রাম পৌর এলাকার জলিল বিড়ি মোড়ের মোক্তার পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুই দোকানের তিনটি ঘর পুড়ে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৮ জুন) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে বাজারের দোকানিরা রাসেল মিয়ার হৃদয় টেইলার্সে আগুন দেখতে পান। এসময় দোকানিদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী নুর আলমের তমিজ ফার্মেসির দুটি ঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে হৃদয় টেইলার্সে থাকা মালামাল পুড়ে যায়। তমিজ ফার্মেসির দুটি ঘরে অগ্নিকাণ্ডে ফার্মেসিতে থাকা ওষুধ ও ড্রাগ লাইসেন্সের মূলকপিসহ সব কিছু পুড়ে ভস্মীভূত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওষুধ দোকানি নুর আলম জানান, আগুনে ক্যাশ বাক্সে থাকা নগদ দশ হাজার টাকা ও ড্রাগ লাইসেন্সের মূলকপিসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। কুড়িগ্রাম সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্র জানায়, ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কুড়িগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক জানান, অগ্নিকাণ্ডে দুই দোকানের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।