ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং সহকারি পুলিশ সুপার ওমর আলী এর নেতৃত্বে ৯ জুন বিকাল সারে ৪ টায় জয়পুরহাট সদর থানাধীন পেঁচুলিয়া পূর্বপাড়া গ্রামস্থ পেঁচুলিয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ পেঁচুলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অছিমুদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।