কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় পার্টি নাগেশ্বরী উপজেলা শাখার যুগ্ম আহব্বাক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বেরুবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দীর্ঘ ১৫দিন থেকে রংপুর কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রধান শিক্ষক, ত্যাগী নেতা ও পরোপকারী, নিরাহংকারী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আব্দুল আউয়াল সাহেবের পাশে দাড়ানোর জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন তার একমাত্র পুত্র ও পরিবার।
সকলের দোয়ায় আল্লাহ তায়ালার রহমতে মানুষ গড়ার কারিগর ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ কে সুস্থ করে তুলতে। তবে তার ছোটভাই রাজু আহমেদ জানায় তার শারীরিক অবস্থা সুস্থতার দিকে। কিন্তু একটি কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার চিকিৎসার জন্য সকলের নিকট আর্থিক সহায়তা চেয়েছ,যা সম্পুর্ন ভুয়া এবং বানোয়াট। সুতরাং কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হওয়া থেকে সাবধান থাকার আহবান জানান।