মো জহুরুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা।
প্রতি বছরের ন্যায় এ বছরেও বৃক্ষরোপণ অভিযান’২১ (২১ জুন-২০ জুলাই) ঘোষণা করেছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি।
তাদের কর্মসূচি গুলোর মধ্যে
বৃক্ষরোপণ : প্রত্যেক জনশক্তি ১টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবেন।
গাছের চারা বিতরণ : প্রত্যেক জনশক্তি ২টি করে গাছের চারা বিতরণ করবেন।
প্রত্যেক সাংগঠনিক শাখার পক্ষ থেকে ১০০টি করে গাছের চারা রোপণ ও বিতরণ নিশ্চিত করা।
সাধারণ ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা।
নদী ভাঙনসহ যেকোনো ভাঙন রোধে এবং বেড়িবাঁধে পরিকল্পিতভাবে গাছ লাগানোর ব্যবস্থা করা।
বৃক্ষনিধন রোধ ও বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা।
নীলফামারী জেলা ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হাফেজ মু.রাশেদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিবিরের সভাপতি রঞ্জু সেক্রেটারি ময়নুল ও থানা সভাপতি বৃন্দ।