কুড়িগ্রাম ধরলা বাঁধে আসা দর্শনার্থীদের হয়রানী করায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে সদর থানার নোয়াবস গ্রামের এনামুল হকের পুত্র নুরুল আমিন(২৮) দীর্ঘদিন থেকে ধরলা বাঁধ ব্রীজপাড় বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের হয়রানীসহ মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসায় আজ মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এনামুলকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান ধরলা বাঁধ এলাকা অপরাধ মুক্ত রাখতে তাকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।