মোহাম্মদ সাকিব চৌধুরী খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় তৃতীয় ধাপে নবনির্বাচিত ৬ টি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য ৭২ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহঃপতিবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের হল রুমে এ শপথ গ্রহণ হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান এ শপথ বাক্য পাঠ করান। এ সময় আরো উপস্থিত ছিলেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান ৩নং আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহসহ প্রমুখ।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত ইউপি সদস্যদের বিভিন্ন উন্নয়নের দিক নিয়ে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান ।