শেখ সাইফুল ইসলাম কবির :
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা ভাইরাসে শারিরীক দুরত্ব বজায় রেখে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এর সভাপতিত্তে¡ আলোচনা সভায় তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ পথ প্ররিক্রমায় বাংলাদেশ আওয়ামীলীগ বাঙ্গালি জাতির ভাষার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযোদ্ধাসহ সকল গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বে সুমহান গৌরব অর্জন করেছে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে তবেই প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।এসময় অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক শেখ হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, আওয়ামীলীগ নেতা মো.সহিদুজ্জামান সাবু , আওয়ামীলীগ নেতা মো.হুমায়ুন কবির মোল্লা,মো.সিদ্দিকুর রহমান লাল,মো.ইখতিয়ার হোসেন দিলাল, অমর সাহা নান্টু ,উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার ,কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ,যুব নেতা মাহাফুজুর রহমান হিরু,এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *