স্টাফ রিপোর্টর: ‘
মুজিববর্ষের আহ্বান, যুব কর্মস্থান’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে একদিন ব্যাপী সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৯.৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কুন্দারহাটে অবস্থিত ‘জাগরণ যুব উন্নয়ন সংস্থা’র হলরুমে ৪০ জন যুবকদের মাঝে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজের প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল আশরাফ জিন্নাহ। এছাড়া বিশেষ অতিথীর বক্তব্য রাখেন ১নং বুড়ইল ইউপির চেয়ারম্যান নুরমোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুর রউফ। এছাড়া উপস্থিত ছিলেন জাগরণ যুব উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পরিচালক ইসমাইল হোসেন, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন কুমার নিতাই, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *